বড়লেখায় ভুয়া এএসপি গ্রেপ্তার

November 5, 2016,

বড়লেখা প্রতিনিধি ॥ বড়লেখায় সিআইডি পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) পরিচয়দানকারী সাজু মিয়া (২৫) নামে এক ভুয়া এএসপিকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে রংপুর জেলার কাউনিয়া উপজেলার আব্দুল আউয়ালের ছেলে। বড়লেখা থানা পুলিশ শুক্রবার ৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলার মাধবকু- জলপ্রপাত এলাকার হোটেল গ্রীন ভ্যালী থেকে তাকে গ্রপ্তার করে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুর জেলার কাউনিয়া উপজেলার আব্দুল আউয়ালের ছেলে সাজু মিয়া সোমবার রাতে মাধবকু- জলপ্রপাত এলাকার হোটেল গ্রীন ভ্যালীতে রুম ভাড়া নেয়। পরদিন মঙ্গলবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পর্যটন এলাকার বিভিন্ন খাদ্যপণ্যের প্রতিষ্ঠানসহ মানুষের কাছে সে সিআইডি পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিচ্ছিল। এছাড়া এএসপি পরিচয়ে বিভিন্ন খাদ্যপণ্যের প্রতিষ্ঠান থেকে সে টাকা ছাড়া বাকিতে খাবার গ্রহণ করে। তার কথাবার্তা ও চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়। বড়লেখা থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় মাধবকু- থেকে সাজু মিয়াকে গ্রেপ্তার করে। এসময় ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আকবর হোসেন ভুয়া এএসপি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সে মূলত প্রতারক। এএসপি পরিচয় দিয়ে সে মাধবকু- পর্যটন এলাকায় মানুষ ও ব্যবসায়ীদের সাথে প্রতারণা করছিলো। পুলিশের জিজ্ঞাসাবাদে সে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com