বড়লেখায় ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযানে জরিমানা আদায়

June 7, 2017,

আব্দুর রব॥ বড়লেখা পৌরশহরে ৬ জুন মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আবদুল্লাহ আল মামুন।
জানা গেছে, ফলের আড়তে ফরমালিনযুক্ত কলার জন্য ২০ হাজার টাকা, পর্ণোগ্রাফি সিডির প্রদর্শনের অপরাধে একটি ভিডিও’র দোকান থেকে ৫ হাজার টাকা, দুইটি মিষ্টির দোকান থেকে ৬ হাজার টাকা, একটি মাংসের দোকান থেকে ৩ হাজার টাকা ও পাটজাত দ্রব্য ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে একটি দোকান থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com