বড়লেখায় মুক্তিযোদ্ধা ও সন্তানদের উদ্যোগে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা
আব্দুর রব॥ বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তানদের যৌথ উদ্যোগে ৩১ জুলাই রোববার উপজেলার ১০ ইউপি ও পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন বলেন, অগ্রজদের যারা সম্মান দেয়, তারা নিজেরাও সম্মানিত হয়। মুক্তিযোদ্ধারা যেভাবে জীবন বাজি রেখে এদেশকে স্বাধীন করেছিল, ঠিক তেমনি তাদের সন্তানরাও জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ রুখে দিতে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। ১৬ কোটি বাঙ্গালির শান্তির নিবাস গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করবে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান শুভ্র দে ও শামিম আহমদের যৌথ সঞ্চালনায় পৌর মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম, বড়লেখা সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, পৌরমেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর আ’লীগের সভাপতি আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা সন্তান ও ইউপি চেয়ারম্যান ময়নুল হক, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, নছিব আলী, আহমেদ জুবায়ের লিটন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, পৌর প্যানেল মেয়র তাজউদ্দিন, বদরুল ইসলাম, কাউন্সিলার আব্দুল মালিক ঝুনু,
মন্তব্য করুন