বড়লেখায় মুচলেকা দিয়ে থানা থেকে মুক্তি পেলেন দুই জ্বালানী তেল বিক্রেতা
বিশেষ প্রতিনিধি॥ বড়লেখায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটার প্রতি অতিরিক্ত ১০ টাকা আদায়ের অভিযোগে আটক দুই জ্বালানী তেল বিক্রেতা মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পেলেন। রোববার রাতে সরকার এক প্রজ্ঞাপনে লিটার প্রতি ডিজেল কেরোসিনে ৩ টাকা ও অকটেন পেট্রোল ১০ টাকা মূল্য হ্রাস করলেও তারা পূর্বের মূল্যে বিক্রি করছিলেন।
জানা গেছে, সরকারী নির্দেশ অমান্য করে বড়লেখার বিভিন্ন জ্বালানী তেল বিক্রেতা ২৫ এপ্রিল সোমবার পূর্বের দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি করতে থাকেন। ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে পৌরশহরের জ্বালানী বিক্রেতা হাজী নিমার আলী এন্ড সন্সের ম্যানেজার সোহেল আহমদ ও কৃপাসিন্ধু এন্ড কোং পেট্রোল পাম্পের মালিক কৃপাসিন্ধুকে আটক করে থানায় নিয়ে যান। পরে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানী তেল বিক্রির মুচলেকা দেয়ায় পুলিশ তাদের ছেড়ে দেয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে আটক দুই জ্বালানী তেল বিক্রেতাকে মুচলেকায় ছেড়ে দেয়ার সত্যতা স্বীকার করেন।
মন্তব্য করুন