বড়লেখায় মোবাইল সফটওয়ার ইঞ্জিনিয়ারকে কুপিয়ে টাকা ও দামী ৫ মোবাইলফোন ছিনতাই

June 29, 2017,

আব্দুর রব॥ বড়লেখা পিসি হাইস্কুল মার্কেটের মা টেলিকমের স্বত্তাধিকারী মোবাইল সফটওয়ার ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন বাবলুর উপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা ৭০ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন ও ল্যাপটপের হার্ডডিক্স ছিনিয়ে নিয়েছে। ঈদের আগের রাত ২৫ জুন বাড়ি ফেরার পথে অতর্কিত হামলার এ ঘটনা ঘটে। পথচারী ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটায় রাতেই তাকে সিলেট ওসমানীতে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

এ ব্যাপারে আহতের বাবা আব্দুল আজিজ আছদ্দর ৫ দুর্বৃত্তের নাম উল্লেখ ও আরো ১০-১৫ জনকে অজ্ঞাত আসামী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (ডিমাই) গ্রামের আব্দুল আজিজ আছদ্দরের ছেলে মোবাইল সফটওয়ার ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী সাদ্দাম হোসেন বাবলু ঈদের আগের রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ ৭০ হাজার টাকা, পাচটি দামী মোবাইল ফোনসেট ও ল্যাপটপের হার্ডডিক্স নিয়ে বাড়ি যাচ্ছিলেন। কেছরিগুল হাইস্কুল সংলগ্ন পাকা রাস্তার কাছে যাওয়ামাত্র কায়েদ আহমদ, শাহেদ আহমদ, সামাদ, টিপু ও রেদওয়ানের নেতৃত্বে ১০-১৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালিয়ে টাকা ও মোবাইল ফোনগুলো ছিনিয়ে নেয়। দুর্বৃত্তদের হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com