বড়লেখায় যানজট নিরসনে মতবিনিময় : অটোরিকশার বর্ধিত ভাড়া স্থগিত

July 26, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরশহরের যানজট নিরসন ও সাম্প্রতিক অটোরিকশার (সিএনজি) বর্ধিত ভাড়া আদায় নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষে প্রশাসনের উদ্যোগে ২৬ জুলাই বুধবার পৌরসভা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৯ জুলাই পরবর্তী সভার চুড়ান্ত সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত অটোরিকশার বর্ধিত ভাড়া আদায় স্থগিত রাখার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।
সভার শুরুতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস। পরে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভুমি) সমীর বিশ্বাস, ওসি মোহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, পৌর আ’লীগের সভাপতি আব্দুল আহাদ, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আলাউদ্দিন, উপজেলা শ্রমিক ইউনিয়নের (অটোরিকশা-সিএনজি) সভাপতি আব্দুল আহিদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক নেতা আবুল হোসেন প্রমূখ।
উল্লেখ্য জুন মাস থেকে অটোরিকশা (সিএনজি) চালকরা উপজেলার বিভিন্ন রোডে গ্যাসের দাম বৃৃদ্ধির অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় শুরু করে। এ নিয়ে প্রায়ই যাত্রী-চালক উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া এমনকি সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com