বড়লেখায় রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
August 10, 2017,
স্টাফ রিপোর্টার॥ হুইপ মো. শাহাব উদ্দিন বলেছেন, সম্প্রতি বন্যায় গ্রামীণ
রাস্তা সমুহের ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। সরকার যথাসম্ভব দ্র”ত সময়ে তা সংস্কার করবে।
তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
হুইপ ৯ আগষ্ট বুধবার বড়লেখা উপজেলার পশ্চিম হাতলিয়া গ্রাম রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এক কোটি টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনসহ এলজিইডি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও যুবলীগ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন