বড়লেখায় রোগাক্রান্ত গরু জবাই কসাইর পলায়ন : মাংস জব্দ
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় একটি কসাইখানায় ২৭ জুলাই বৃহস্পতিবার বিক্রির উদ্দেশ্যে রোগাক্রান্ত গরু জবাই করায় ভ্রাম্যমাণ আদালত মাংস জব্দ করে মাটিতে পুতে ফেলেছে। এসময় সংশি¬ষ্ট কসাই পালিয়ে যায়।
জানা গেছে, বৃহস্পতিবার পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় রোগাক্রান্ত একটি গরু স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করেন মাংস বিক্রেতা শাহীন আহমদ। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে ইউএনও এসএম আবদুল¬াহ আল মামুনের নেতৃত্বে প্রাণীসম্পদ কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জবাই করা গরুর মাংস পরীক্ষা-নিরীক্ষা করে গরুটি জটিল রোগে আক্রান্ত থাকার আলামত পান। পরে মাংস জব্দ করে তা মাটিতে পুঁতে ফেলা হয়। এসময় খসাই শাহীন পালিয়ে যায়। ইউএনও এসএম আবদুল¬াহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা মাংস পরীক্ষায় জন-স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রোগ-জীবাণুর আলামত পাওয়া যায়।
মন্তব্য করুন