বড়লেখায় লন্ডন প্রবাসী বৃদ্ধা হত্যার অভিযোগে গ্রেপ্তার ১ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
আব্দুর রব॥ বড়লেখার চান্দগ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফাতির আলীর স্ত্রী মায়ারুন্নেছা হত্যায় জড়িত থাকার অভিযোগে ফাহাদ আহমদ সবুজ (২৩) নামে এক যুবককে রোববার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। ফাহাদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার বারইগ্রামের ফারুক উদ্দিনের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমিতাভ দাস তালুকদারের নেতৃত্বে পুলিশ বারইগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে।
৩ অক্টোবর সোমবার দুপুরে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান জামানের আদালতে ফাহাদ হত্যা ঘটনার বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর রাতে বাংলাদেশী বংশোদ্ভুত বৃটিশ নাগরিক মায়ারুন্নেছাকে (৬৫) চান্দগ্রামের বাড়িতে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে। হত্যার ঘটনায় মায়ারুন্নেছার দেবর হারিছ আলী বাদী হয়ে দুজনের নাম উল্লেখ ও আরো কয়েকজনকে অজ্ঞাতনামা রেখে থানায় মামলা করেন। মামলা নং-১০।
এই ঘটনার পরদিন (১৪ সেপ্টেম্বর) মায়ারুন্নেছার পুত্রবধূ ফাহিমা বেগমকে সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেপ্তার করে। পরে পুত্রবধূ ফাহিমা শ্বাশুড়িকে হত্যা ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর আদালত হত্যাকান্ডের সহযোগী হিসেবে পূত্রবধু ফাহিমাকে জেল হাজতে প্রেরণ করেন।
বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ফাহাদ আদালতে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে।’
মন্তব্য করুন