বড়লেখায় শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আদালতে মামলা
আব্দুর রব॥ বড়লেখার দক্ষিণভাগ এনসিএম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মু. শাহীদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৬ অক্টোবর বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী শিক্ষক বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ ও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামী করে পিটিশন (পি-৮৫/১৬) মামলাটি দায়ের করলে বিজ্ঞ আদালত ওসি বড়লেখা থানাকে এজাহারগন্যে মামলাটি রেকর্ড করে এফআইআর দাখিলের আদেশ দিয়েছেন।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর স্কুলের শিক্ষক নিয়োগের জের ধরে একদল সন্ত্রাসী উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের নিজ কার্যালয়ে ঢুকে দেশিয় অস্ত্রেসস্ত্রে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করে। এসময় সন্ত্রাসীরা তার একটি মোবাইল ফোন, ৭ হাজার টাকা লুট করে এবং ব্যক্তিগত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
আদালতের সহকারী আইন কর্মকর্তা (এপিপি) অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত পিটিশন মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন।
মন্তব্য করুন