বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের হামলায় জামাতা মৃত্যু শয্যায়
আব্দুর রব॥ বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের হামলায় গুরুতর আহত জামাতা নজমুল ইসলাম (২১) হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
১১ জুন রোববার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে চাচা শ্বশুরসহ আত্মীয়-স্বজনের অতর্কিত হামলায় সে অচেতন হয়ে পড়ে। তারা মৃত ভেবে তাকে রাস্তায় ফেলে যায়। মা বাবা রাত ৩টায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহতের মা হাছনা বেগম ৩ জনের নাম উল্লেখ ও আরো ৩-৪ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেছেন।
হাসপাতাল, থানা পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের খুটাউরা গ্রামের আবু বক্করের ছেলে নজমুল ইসলামের সাথে শ্বশুর বাড়ির লোকজনের বিরোধ চলছিল। রোববার রাতে খুটাউরা বাজার থেকে বাড়ি ফেরার পথে চাচা শ্বশুর ময়নুল ইসলামের নেতৃত্বে বদরুল ইসলাম, আলী হোসেন গংরা ম্যাগনেট লাইটসহ লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে জখম করে। শ্বাসরুদ্ধ করলে সে অচেতন হয়ে পড়ে। মৃত ভেবে তারা নজমুলকে তার বাড়ির সামনের রাস্তায় ফেলে যায়। রাত ৩ টায় মা বাবা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সোমবার দুপুরে হাসপাতালের বেডে নজমুলকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখা গেছে।
বড়লেখা থানার এসআই মিন্টু জানান, আহত নজমুলের মা হাছনা বেগম ৩ জনের নাম উল্লেখ ও আরো ৩-৪ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেছেন। সোমবার দুপুরে পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামী গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন