বড়লেখায় সংখ্যালঘু বাড়িতে দূধর্ষ ডাকাতি ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

March 4, 2017,

আব্দুর রব॥ বড়লেখায় এক সংখ্যালঘু বাড়িতে শুক্রবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মূখে বাড়ির সকলকে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
৪ মার্চ শনিবার এএসপি (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও ডাকাত কবলিত পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের নওয়াগ্রামের নিকেশ দাসের বারান্দার কলাপসিবল গেটের তালা ও ঘরের ডিপ দরজা ভেঙ্গে ১৫-২০ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা গৃহকর্তা নিকেশ দাস ও তার স্ত্রীকে বেঁধে আলমারি ও বাক্স খুলে আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার, ৯২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি। তবে ঘটনায় জড়িতদের সন্ধানে পুলিশ অভিযান চালাচ্ছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com