বড়লেখায় সন্ত্রাসী হামলায় জাপা নেত্রী রোকসানা আহত
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি, জেলা মহিলা জাপা নেত্রী ও ডেমোক্রেসী ইন্টার ন্যাশনালের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী রোকসানা বেগম সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে পূর্বপরিকল্পিতভাবে ছাত্রলীগকর্মী স্থানীয় সন্ত্রাসী রাবিন মহিলা জাপা নেত্রীর ওপর অতর্কিত হামলা চালায় বলে আহতের স্বামী মীর মুজিবুর রহমান অভিযোগ করেছেন। আহত রোকসানা বেগম দু’দিন ধরে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, উপজেলা জাপার যুগ্ম সাধারন সম্পাদক মীর মুজিবুর রহমানের স্ত্রী জাপা নেত্রী রোকসানা বেগম সন্ধ্যার পর পৌরশহরের মুড়িরগুল এলাকায় নিজ বাড়ীতে ছিলেন। ১১ বছরের ছেলে মীম উঠানে ব্যাটমিন্টন খেলছিল। এসময় সন্ত্রাসী রাবিন (২২) তুচ্ছ ঘটনায় মীমকে বেধড়ক মারধর করে। মা রোকসানা বেগম ছেলের কান্না শুনে এগুলে রাবিন তাহার মাথায় ও ঘাড়ে মারাত্মক আঘাত করে। স্বজনরা আহত রোকসানা বেগমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেটের উয়েম্যান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আহত রোকসানা বেগমের স্বামী জাপা নেতা মীর মুজিবুর রহমান জানান, পুর্ব পরিকল্পনা অনুযায়ী স্থানীয় ছাত্রলীগকর্মী সন্ত্রাসী রাবিন তার স্ত্রীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। হামলার ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদুর রহমান জানান, লোকমুখে তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখনও কেউ মামলা করেনি। মামলা হলে হামলাকারী সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।
মন্তব্য করুন