বড়লেখায় সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক নির্মূল বিষয়ক মতবিনিময়
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বিট পুলিশিংয়ের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকদ্রব্য নির্মূলে ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা ২১ মে রোববার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আ’লীগ নেতা আনোয়ার উদ্দিন।
থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের পুলিশ সুপার নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রওশনুজ্জামান সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, থানা অফিসার ইন-চার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য আব্দুল লতিফ, পৌরসভার প্যানেল মেয়র তাজউদ্দিন, এসআই মেহেদী হাসান সুমন, ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বিদ্যুৎ কান্তি দাস, শাহাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, আ’লীগ নেতা ইমরুল ইসলাম লাল, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, সমাজসেবক সুনাম উদ্দিন, সুব্রত কুমার দাস শিমুল, আব্দুল আহাদ প্রমুখ।
মন্তব্য করুন