বড়লেখায় সরস্বতী পূজা উপলক্ষ্যে ওয়েব সাইটের উদ্বোধন
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার ১ ফেব্রুয়ারি ডিগ্রি কলেজ, নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ, পিসি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বিদ্যাদেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বড়লেখা ডিগ্রি কলেজে সরস্বতী পূজা উপলক্ষ্যে “বিডিসিপূজাডটব্লগপোস্টডটকম” নামে একটি ওয়েব সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা মাঘ মাসের পঞ্চমী তিথিতে নানা আয়োজনে শ্বেত শুভ্রবসনা বিদ্যার দেবী সরস্বতী আরাধনা করেন। এ উপলক্ষে ম-পগুলো বর্ণিল সাজে সাজানো হয়। করা হয় আলোকসজ্জাও। পূজা, অঞ্জলি, আরতি, ঢাকের বাজনা আর উলু ধ্বনিতে মুখরিত হয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লা ও গ্রাম।
দুপুরে বড়লেখা ডিগ্রি কলেজে সরস্বতী পূজা উপলক্ষ্যে অধ্যক্ষ অরুণ চক্রবর্তী “বিডিসিপূজাডটব্লগপোস্টডটকম” নামে একটি ওয়েব সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিধান চন্দ্র দাস, সহকারী অধ্যাপক জাহেদ আহমদ, নিয়াজ উদ্দিন, কম্পিউটার বিভাগের প্রভাষক বিধান চন্দ্র দাশ, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রিখা রানী রায়, শরীর চর্চা শিক্ষক দিপক চন্দ্র দাস, সাংবাদিক তপন কুমার দাস, সুলতান আহমদ খলিল, শিক্ষার্থী মিকন পাল, সুমিত ভট্টাচার্য্য, নয়ন দাস, প্রান্ত দাস, প্রদীপ চক্রবর্তী, বিতি দাস, শ্রেয়া মোহন্ত প্রমুখ।
মন্তব্য করুন