বড়লেখায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা এমাদ গ্রেপ্তার
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় রূপসী বাংলা বাস পুড়ানো মামলার চার্জশীটভূক্ত আসামী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতের কর্ম পরিষদের সদস্য এমাদুল ইসলামকে শুক্রবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করেছে। বড়লেখা থানার ওসি (তদন্ত) আকবর হোসেন ও এএসআই রুবেল আহমদের নেতৃত্বে পুলিশ পৌর শহরের মহুবন্দ এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত বছরের (১২ ফেব্রুয়ারি) বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রূপসী বাংলা (ঢাকা মেট্রো ব-১১-১৩০৬) পুড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে উপজেলার জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীর নাম উল্লেখ ও ১০০/১২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে এসআই আক্তারুজ্জামান বাদী হয়ে এ মামলার এজাহার দাখিল করেন। পুলিশ এই মামলায় এমাদুল ইসলামকে চার্জশীটভূক্ত আসামী করে। গাড়ি পোড়ানো মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানাও ছিল। গ্রেপ্তারের পরই জামায়াত নেতা এমাদুল ইসলামকে পুলিশ আদালতে প্রেরণ করেছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি পোড়ানো মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন