বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমানকে ফেসবুকে কূটক্তির অভিযোগে বিএনপির নেতা কারাগারে

August 13, 2016,

বড়লেখা প্রতিনিধি॥  বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীকে নিয়ে ফেসবুকে কূটিক্তি’র অভিযোগে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপনকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ১৩ আগস্ট তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, ৬ আগস্ট উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন তাঁর ফেসবুক আইডিতে মৌলভীবাজার ১ আসনের সাবেক সাংসদ ও তৎকালিন বিএনপির সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীকে “বেঈমান” ও “শয়তান” আখ্যা দিয়ে লেখেন, “বিএনপির কেন্দ্রীয় কমিটিতে এবাদুর রহমানকে খালেদা জিয়ার উপদেষ্টা করা হলে সেটা চরম ভুল হবে”। বিষয়টি এবাদুর রহমান চৌধুরীর নজরের আসলে  শুক্রবার রাতে তিনি নিজে বাদি হয়ে আইসিটি আইনের ৫৭ ধারায় তাকে কটূক্তি’র অভিযোগ এনে বড়লেখা থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ শুক্রবার রাতে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের শরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপনকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনির”জ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বিএনপি নেতা আব্দুল কুদ্দুস স্বপনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com