বড়লেখায় সামাজিক বনায়নে গাছ চোরের উপদ্রপ : লক্ষাধিক টাকার কাটা গাছ উদ্ধার
আব্দুর রব॥ বড়লেখায় সামাজিক বনায়নের লক্ষাধিক টাকার মূল্যবান গাছ সংঘবদ্ধ চোরেরা কেটে ফেলেছে। তবে পাচারের আগেই ১২ ডিসেম্বর রোববার বিকেলে বনবিভাগ কেটে ফেলা গাছগুলো উদ্ধার করেছে।
সরেজমিন ও বনবিভাগের বড়লেখা রেঞ্জ অফিস সুত্রে জানা গেছে, প্রায় ১০ বছর পূর্বে বড়লেখা-শাহবাজপুর রেললাইনের পরিত্যক্ত প্রায় ৪ কিলোমিটার ভুমিতে উপজেলা সদরের ঘোলসা গ্রামের ১৫ সদস্যের একটি সমিতি বনবিভাগের তত্ত্বাবধানে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছের চারার সামাজিক বনায়ন করেন। সম্প্রতি গাছগুলো প্রাপ্তবয়স্ক হলে গাছ চোরদের নজর পড়ে। প্রায় রাতেই চোরেরা ১/২ টি গাছ কেটে নিতে থাকে। শনিবার রাতে সংঘবদ্ধ অজ্ঞাত চোরেরা লক্ষাধিক টাকা মূল্যের ৩০-৪০টি আকাসীসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। ধারণা করা হচ্ছে রোববার রাতে গাছগুলো পাচারের উদ্দেশ্যে চোরেরা কেটে রাখে। কিন্ত প্রত্যক্ষদর্শীর মাধ্যমে গোপন সংবাদ পেয়ে সহকারী রেঞ্জার শেখর রঞ্জন দাস ও সামাজিক বনায়নকারী সমিতির সভাপতি সাইফুর রহমান চোরের কাটা গাছগুলো উদ্ধার করেন।
বড়লেখা রেঞ্জ অফিসের সহকারী রেঞ্জার শেখর রঞ্জন দাস জানান, রোববার বিকেলে চোরের কাটা গাছগুলো জব্দ করে অফিসে রেখেছেন। ঘোলসা গ্রামের একটি সামাজিক সমিতি রেললাইনের পাশে বনায়ন করেছিল।
মন্তব্য করুন