বড়লেখায় সীমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় গরু আটক
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার বোবারথল বিজিবি সদস্যরা সোমবার রাতে সীমান্ত এলাকা থেকে ১৫ টি অবৈধ ভারতীয় গরু উদ্ধার করেছে। এসময় গরু চোরাকারবারীরা পালিয়ে যায়।
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বিজিবি আটক চোরাই গরুগুলো স্থানীয় কাস্টমস্ েজমা দিয়েছে।
জানা গেছে, ৫২ ব্যাটেলিয়নের আওতাধীন বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার আলতাফের নেতৃত্বে সোমবার অভিযান চালিয়ে সীমান্তের মেইন পিলার ১৩৭২-(২) এস হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে জিঙ্গালা চা বাগান এলাকা থেকে ১৫টি অবৈধ ভারতীয় গরু আটক করেন। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
বিজিবি ৫২ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক হারুন অর রশীদ বড়লেখা সীমান্ত হতে অবৈধ ভারতীয় গরু আটকের সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার দুপুরে গরুগুলো জুড়ী কাস্টমস্ েজমা দেয়া হয়েছে।
মন্তব্য করুন