বড়লেখায় স্কুল পর্যায়ে সাতাঁর প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৬-১৭এর আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী বালকদের সাতাঁর প্রশিক্ষণ কোর্সের সমাপণী শুক্রবার ২৮অক্টোবর বিকেলে বড়লেখা পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
বড়লেখা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩০জন অনূর্ধ-১৬ বালকদের ৪টি ইভেন্টে (২২সেপ্টেম্বর-২৮অক্টোবর) সাতাঁর প্রশিক্ষন কোর্স বড়লেখা উপজেলা পরিষদ পুকুরে অনুষ্ঠিত হয়।
২২সেপ্টেম্বর দুপুরের মাসব্যাপী বালকদের সাতাঁর প্রশিক্ষন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার এস,এন আব্দুল্লাহ আল মামুন।
গত শুক্রবার (২৮অক্টোবর) বিকেলে জেলা ক্রীড়া অফিসার মো: মাজহারুল মজিদ এর সভাপতিত্বে সাতাঁর প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সনদ বিতরন করেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো: কামরান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল আহাদ, বড়লেখা ক্রিকেট একাডেমীর পরিচালক হারুনুর রশিদ বাদশাহ,বড়লেখা কোয়াব এর সভাপতি সালেহ আহমদ জুয়েল। মাসব্যাপী সাতার প্রশিক্ষন পরিচালনা করেন মোঃ গিয়াস উদ্দিন, কমল অধিকারী।
মন্তব্য করুন