বড়লেখায় স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্ধারণে অনিয়মের অভিযোগ
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্ধারণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষক সাধারণ অভিভাবকদের না জানিয়ে মনপুত অভিভাবককে চিঠি দিয়ে স্কুলে এনে পছন্দের ব্যক্তিদের অভিভাবক সদস্য মনোনিত করায় ক্ষুব্দ অভিভাবকরা রোববার উপজেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে শনিবার স্কুলে সভা ডাকেন। অভিভাবক সদস্যদের নাম প্রস্তাব করলে ৭জন পুরুষ ও ৪জন মহিল অভিভাবক প্রার্থী হন। প্রার্থীদের সম্মতি ছাড়াই নিয়ম বর্হিভুতভাবে ফারুক আহমদ, আজির উদ্দিন, শিরিণ বেগম ও জেসমিন বেগমকে অভিভাবক সদস্য মনোনিত করা হয়।
অভিভাবক সদস্য প্রার্থী মো. রুয়েল কামাল অভিযোগ করেন তাদের সম্মতি ছাড়াই প্রধান শিক্ষকের ইশারায় স্কুলের অভিভাবক নন এমন ব্যক্তিরা নাম প্রস্তাব ও সমর্থন করেন।
প্রধান শিক্ষক আতাউর রহমান জানান ১০৭ জন অভিভাবকের সম্মতিতে ৭ সদস্যের সিলেকশন কমিটি ২জন পুরুষ ও ২জন মহিলা অভিভাবক সদস্য নির্ধারণ করেছে। তবে এ সিলেকশন কমিটিতে অভিভাবক নন এমন এক ব্যক্তি থাকার সত্যতা স্বীকার করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে জানান, ম্যানেজিং কমিটি গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা নিতে প্রধান শিক্ষককে চিঠি দিবেন।
মন্তব্য করুন