বড়লেখায় স্কুল শিক্ষিকার উপর হামলায় প্রধান আসামীর ১ বছরের কারাদন্ড
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় প্রাইমারী স্কুল শিক্ষিকাকে মারধর ও হামলার ঘটনার মামলার প্রধান আসামীকে ১ বছরের কারাদন্ডসহ অর্থদন্ড দিয়েছেন আদালত।
২৫ জুলাই মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ইয়াছিন আলী ও এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত।
আদালত সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দ. ইউপির গজভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বদরুন নেছাকে ২০১৫ সালের ৩ এপ্রিল পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। এঘটনায় গ্রামের আব্দুল আহাদের ছেলে বদরুল ইসলামকে প্রধান আসামী করে তিনি ৫ জনের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর মামলা করেন। এ মামলায় বিজ্ঞ আদালত প্রধান আসামী বদরুলকে ১ বছরের কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন।
আদালতের সরকারী আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত রায় ঘোষণার সত্যতা স্বীকার করে জানান, সাজাপ্রাপ্ত আসামীকে হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন