বড়লেখায় স্কুল শিক্ষিকার উপর হামলায় প্রধান আসামীর ১ বছরের কারাদন্ড

July 26, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় প্রাইমারী স্কুল শিক্ষিকাকে মারধর ও হামলার ঘটনার মামলার প্রধান আসামীকে ১ বছরের কারাদন্ডসহ অর্থদন্ড দিয়েছেন আদালত।
২৫ জুলাই মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ইয়াছিন আলী ও এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত।
আদালত সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দ. ইউপির গজভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বদরুন নেছাকে ২০১৫ সালের ৩ এপ্রিল পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। এঘটনায় গ্রামের আব্দুল আহাদের ছেলে বদরুল ইসলামকে প্রধান আসামী করে তিনি ৫ জনের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর মামলা করেন। এ মামলায় বিজ্ঞ আদালত প্রধান আসামী বদরুলকে ১ বছরের কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন।
আদালতের সরকারী আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত রায় ঘোষণার সত্যতা স্বীকার করে জানান, সাজাপ্রাপ্ত আসামীকে হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com