বড়লেখায় স্বাস্থ্য সেবায় আদর্শ ইউনিয়ন গঠনের লক্ষ্যে মতবিনিময়
আব্দুর রব॥ বড়লেখায় স্বাস্থ্য সেবায় আদর্শ ইউনিয়ন গঠনের লক্ষ্যে ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা সিভিল সার্জন। জেলা সিভিল সার্জন অফিসের পৃষ্ঠপোষকতায় উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী।
বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুমন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন, জেলা স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন, ইপিআই সুপারভাইজার শাহ্ আলম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জোবের আহমদ, সমাজসেবক আব্দুল মতিন কদর, কাজী আব্দুল মুমিত, উপজেলা ইপিআই সুপারভাইজার শৈলেশ দেবনাথ, ইউপি সদস্য তেরাব আলী, আব্দুস সামাদ, হাজী সাইফুজ্জামান সারওয়ার, আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মানিক প্রমুখ।
উল্লেখ্য, স্বাস্থ্য সেবায় আদর্শ বর্ণি ইউনিয়ন গঠনের লক্ষ্যে শতভাগ গর্ভবতী মহিলার নিবন্ধনসহ ১০টি স্বাস্থ্যসেবা কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
মন্তব্য করুন