বড়লেখায় সড়কের গার্ড ওয়াল নির্মাণে অনিয়ম
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) বিভাগের বাস্তবায়নাধীন কালিবাড়িবাজার সিএন্ডবি সড়ক হতে নিজবাহাদুরপুর পর্যন্ত রাস্তার সিরাজের পুকুর পারে গার্ডওয়াল নির্মাণে অনিয়ম চলছে। এলাকাবাসীর অভিযোগে উপজেলা প্রকৌশলী প্রায় একশত ফুট ইটের দেয়াল ভেঙ্গে ফেলেন। এবার ঠিকাদারের বিরুদ্ধে বালুর সাথে সিমেন্ট কম দেয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, বড়লেখা এলজিইডি’র একটি প্যাকেজের অর্ন্তভুক্ত ১০ ইঞ্চি প্রস্থ, ১ মিটার উচ্চতায় এবং ১০০ মিটার দৈর্ঘ্যরে গার্ডওয়াল নির্মাণের কাজ পায় মৌলভীবাজারের কনট্রাক্টর তপু মিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান। তার নিয়োজিত সাইট মিস্ত্রি সাজু মিয়া সিডিউল বহির্ভুতভাবে সিসি ঢালাই না দিয়েই ১০ ইঞ্চি ইটের গাতনি তুলে ফেলেন। এলাবাসীর অভিযোগে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভুষণ পাল বুধবার নিুমানের কাজের সত্যতা পেয়ে তাৎক্ষণিক প্রায় ১০০ ফুট দেয়াল ভেঙ্গে ফেলেন।
সরেজমিনে গেলে বিছরাবাজার এলাকার শাহাব উদ্দিন, আতাউর রহমান, আলতাফ হোসেন, এনায়েত হোসেন প্রমুখ অভিযোগ করেন গার্ডওয়ালের নির্মাণ কাজের শুরুতেই ঠিকাদারের লোকজন অনিয়ম শুরু করেন। নিচে সিসি ঢালাই না দিয়ে নিুমানের ইট ও বালু দিয়ে গাতনি করায় ইঞ্জিনিয়ার বেশ কিছু দেয়াল ভেঙ্গে ফেলেন। কিন্তু এখন ঠিকাদারের মিস্ত্রিরা নামমাত্র সিমেন্ট দিয়ে কাজ করছে। এতে দেয়ালটি বেশিদিন টিকবে না। কিছু দিনের মধ্যে গার্ডওয়ালটি পাশের পুকুরে মূখ থুবড়ে পড়ার আশংকা রয়েছে।
এব্যাপারে ঠিকাদার তপু মিয়া জানান, সিডিউল মোতাবেক কাজ করার জন্য মিস্ত্রিকে পর্যাপ্ত মালামাল দেয়া হয়েছে। সিমেন্ট কম দেয়ার কথা নয়।
উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভুষণ পাল জানান, কাজের শুরুতে সিসি ঢালাই না দিয়ে গার্ড ওয়ালের গাতনি শুরু করায় তিনি বেশ কিছু দেয়াল ভেঙ্গে দেন। কাজের মান সঠিক না রাখলে ঠিকাদারকে বিল প্রদান করবেন না।
মন্তব্য করুন