বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিহত-১
বিশেষ প্রতিনিধি॥ বড়লেখায় এনা পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশা (সিএনজি) উল্টে আব্দুস শুকুর (২৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ অটোরিকশা যাত্রী।
১১ জুন রোববার বিকেলে দক্ষিণভাগ রতুলি রেলক্রসিং এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শুকুর বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই গ্রামের আবদুর রূপের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, আব্দুস শুকুর জুড়ী থেকে অটোরিকশা (সিএনজি) যোগে বাড়ি ফিরছিলেন। দক্ষিণভাগ রতুলি রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে বিয়ানীবাজার গামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে অটোরিকশায় ধাক্কা দিলে আব্দুস শুকুরসহ ৫ যাত্রী ছিটকে পড়ে ৪ জনই গুরুতর আহত হন। অহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এদের মধ্যে আব্দুস শুকুরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওসমানীতে যাওয়ার আগেই পথিমধ্যে তার মৃত্যু ঘটে। বড়লেখা থানার এসআই অমিতাভ দাশ তালুকদার জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মন্তব্য করুন