বড়লেখায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক মতবিনিময়
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরসভা মিলনায়তনে ১২ এপ্রিল বুধবার থানা ট্রাফিক পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ প্রসঙ্গে অটোরিকশা (সিএনজি) ও ট্রাক পরিবহন শ্রমিক (চালক) ও শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও এসআই মেহেদী হাসান সুমনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. শহিদুল হক মুন্সী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, প্যানেল মেয়র তাজউদ্দিন, পৌর আ’লীগের সভাপতি আব্দুল আহাদ, সাংবাদিক আব্দুর রব, ট্রাফিক পুলিশের এসআই মো. সাইদুল ইসলাম, এএসআই জহিরুল ইসলাম, এএসআই মো. মোস্তফা, উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আহিদ, সাবেক সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক নেতা আব্দুল কাইয়ুম, উস্তার আলী, খলকু আহমদ প্রমুখ।
মন্তব্য করুন