বড়লেখায় হাওর তীরের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সেলাই মেশিন বিতরণ
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার হাকালুকি হাওর তীরের জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান হিসেবে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে ২৭ জুলাই বুধবার ১০ জন দরিদ্র মহিলাকে ১০ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, মৌলভীবাজার সদর রেঞ্জার ইমাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিন, বিদ্যুৎ কান্তি দাস, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, বিট অফিসার মোনায়েম হোসেন, হাকালুকি বিট অফিসার মোশারফ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন