বড়লেখায় হাওর পাড়ে মাছের মেলা জমে উঠেছে
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় প্রথমবারের মত অনুষ্ঠিত মাছের মেলা জমে উঠেছে। শেষ দিন শুক্রবার মেলায় হাজারো মানুষের সমাঘম ঘটেছে।
১২ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাকালুকি হাওরের কানোনগোবাজার হাসপাতাল মাঠে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস। পৌষ-সংক্রান্তি উপলক্ষে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
সরেজমিনে মেলার দিন বৃহস্পতিবার ও শেষদিন শুক্রবার সন্ধ্যায় দেখা গেছে, বিক্রেতারা বোয়াল, রুই, কাতলা, চিতল, কালি বাউশ, আইড়সহ বিভিন্ন প্রজাতির বড়বড় মাছ নিয়ে বসেছেন। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মাছের বাজার সরগরম হয়ে উঠে। মেলায় সর্বনিু ২০০ থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকায় মাছ বিক্রি হয়েছে। তবে প্রথমদিন মেলায় মাছের বিকি-কিনি ভালো না হলেও শেষদিন শুক্রবার জমে উঠে বলে মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন।
মেলায় বড়বড় রুই-কাতলা ও চিতল মাছ নিয়ে বসে থাকা আব্দুল খালিক নামের বিক্রেতা জানান, মাছের মেলা প্রথমবার হওয়ায় প্রথমদিন বেচাকেনা কম ছিল। কালকের চেয়ে আজকে শুক্রবার ভালো বিকি-কিনি হচ্ছে।
তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস বলেন, ‘প্রথমবারের মতো মাছের মেলাকে কেন্দ্র করে এলাকা উৎসবমুখর। প্রথমদিন কম হলেও শেষদিন শুক্রবার বিকি-কিনি বেড়েছে।’
মন্তব্য করুন