বড়লেখায় হামলায় স্কুল শিক্ষিকা আহত

February 11, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার বর্নি উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মতলুফা বেগম শনিবার দুপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। পার্শ্ববর্তী সৎপুর বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনের অভিভাবক সমাবেশে হামলার এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষিকাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নিজ কর্মস্থল ছেড়ে অন্য একটি স্কুলের সভায় অংশগ্রহণ ও হামলার ঘটনায় এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে।
জানা গেছে, উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মতলুফা বেগম শনিবার পাশ্ববর্তী সৎপুর বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটি গঠনের সমাবেশে অংশ নেন। কমিটি গঠন সংক্রান্ত আলোচনায় উত্তেজনা দেখা দিলে কয়েকজন উত্তেজিত অভিভাবক সহকারী শিক্ষিকা মতলুফা বেগমের উপর হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। তাৎক্ষণিক আহত শিক্ষিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষিকার স্বামী ও বর্নি আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়দে আজম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার মাথায় পাচটি সেলাই দেয়া হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com