বড়লেখায় ১১০০ বন্যা দুর্গত পানিবন্দী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বড়লেখা প্রতিনিধি॥ হাকালুকি হাওরপারের বড়লেখা উপজেলার সুজানগর ও তালিমপুর ইউনিয়নের বন্যা দুর্গত ১১০০ পরিবারের মধ্যে ১ জুলাই শনিবার বিকেলে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বদরুল ইসলাম ফাউন্ডেশন ও বড়লেখা হাজীগঞ্জ বাজারের কয়েকজন তরুণ ব্যবসায়ী। দীর্ঘ বন্যায় এ দুই ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে।
বদরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে হাশিমপুর যুবসমাজের সহযোগিতায় সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি, রফিনগর, পাটনা, রাঙ্গিনগর, বাড্ডা, বারহালি, বাঘমারা, হাশিমপুর তেরাকুড়ি, উত্তর সুজানগর গ্রামসহ ইউনিয়নের ৯ ওয়ার্ডের পানিবন্দী দুর্গত ১ হাজার পরিবারের মাঝে পরিবার প্রতি ৮ কেজি চাল, ২ কেজি করে আলু ও পেঁয়াজ ও ১ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণকালে বদরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান দুবাই প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম, ফাউন্ডেশনের সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, সেক্রেটারী নজরুল ইসলাম, ইউপি মেম্বার ফখরুল ইসলাম, সহিদ আহমদ, হাশিমপুর যুব সমাজের সভাপতি ওয়াহিদুল ইসলাম, সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে বড়লেখা হাজীগঞ্জবাজার বড় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনের সহযোগিতায় কয়েকজন তরুণ ব্যবসায়ীর অর্থায়নে তালিমপুর ইউনিয়নের হাল্লা, পাবিজুরী, খুঠাউরা, মুর্শিবাদকোরা গ্রামের শতাধিক পানিবন্দী দুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এসময় মুফতি রুহুল আমিন, সাংবাদিক আব্দুর রব, ব্যবসায়ী রুহুল আমিন, আব্দুর রহমান, আবুল হোসেইন, কবির আহমদ, মোহাম্মদ আব্দুল্লাহ, রুবেল আহমদ, মোহাম্মদ সফিউল্লাহ, জুনেদ আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন