বড়লেখায় ১৩ বছর পর কাল উপজেলা যুবলীগের কাউন্সিল: সভাপতি ও সম্পাদক পদে প্যানেল মেয়র ইউপি চেয়ারম্যানসহ ৭ নেতার দৌঁড়ঝাপ
আব্দুর রব॥ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবলীগের কাউন্সিল প্রায় সাড়ে ১৩ বছর পর কাল মঙ্গলবার ২৯ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। উক্ত কাউন্সিলকে ঘিরে দুইমাস ধরে দলীয় নেতাকর্মীর মধ্যে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। সভাপতি ও সম্পাদক পদে পৌরসভার প্যানেল মেয়র ও এক ইউপি চেয়ারম্যানসহ ৭ নেতা নির্ঘুম প্রচারণা চালাচ্ছেন। উপজেলার ১০ ইউনিয়ন ও পৌর কমিটির নেতৃবৃন্দের (ভোটার) মন জয় ও সমর্থন আদায়ে বাবরার তাদের কাছে ছুটছেন।
দলীয় সুত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালের ২৬ জুলাই বড়লেখা উপজেলা যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল শেষে অনুষ্ঠিত সভায় বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর সভাপতি ও রুহুল কাদির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল কাদির প্রবাসে যাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভারপ্রাপ্ত সম্পাদক নিযুক্ত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম সুন্দর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার প্রশাসনিক ব্যস্ততা ও পরবর্তীতে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় যুবলীগের দলীয় কর্মকান্ডে স্থবিরতা দেখা দেয়। উপজেলার যুবলীগের কাউন্সিলকে ঘিরে গত দুই মাস থেকে নেতাকর্মীর মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করতে উপজেলার একপ্রান্ত থেকে অন্য প্রান্ত চষে বেড়াচ্ছেন বড়লেখা পৌরসভার তিনবারের কাউন্সিলার ও প্যানেল মেয়র তাজউদ্দিন, উপজেলা যুবলীগের বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল কাদির, দাসেরবাজার ইউনিয়ন আ’লীগের সদস্য আব্দুল মুমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হামিদুর রহমান শিপলু, দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগ নেতা এনাম উদ্দিন। সাধারণ সম্পাদক পদে জোর প্রচারণা চালাচ্ছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বড়লেখা ক্রিকেট প্লেয়ার ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও ১/১১ এর কারা বরণকারী সাবেক ছাত্রনেতা সালেহ আহমদ জুয়েল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা কামাল হোসেন।
উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর জানান, অতীতে কয়েকবার কাউন্সিলের তারিখ নির্ধারন করেও বিভিন্ন কারণে তা বাতিল হয়েছে। তবে আগামী মঙ্গলবার উপজেলা যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি উপস্থিত থাকছেন।
মন্তব্য করুন