বড়লেখায় ২ আন্তঃজেলা বৈদ্যুতিক তার চোর গ্রেপ্তার

April 23, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় প্রায় লক্ষাধিক টাকার বৈদ্যুতিক তারসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে ২২ এপ্রিল শনিবার রাতে জনতা আটক করে পুলিশে ােপর্দ করেছে। এরা হচ্ছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের আব্দুল মন্নানের ছেলে মাহফুজ আহমদ (২৫) ও লাসাইতলা গ্রামের মৃত শাহাজাহান মিয়ার ছেলে রেজাউল ইসলাম (২২)। পৌর শহরের দক্ষিণবাজার এলাকা থেকে বৈদ্যুতিক তার চুরির সময় জনতা তাদের পাকড়াও করে। রোববার বিকেলে গ্রেপ্তারকৃত ২ তার চোরকে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
থানা পুলিশ জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে বড়লেখা পৌর শহরের দক্ষিণবাজারে নির্মাণাধীন নিউ স্কয়ার হাসপাতালের ভবনের গোদাম ঘরের তালা ভেঙে চোরেরা প্রায় ২ লাখ টাকার বৈদ্যুতিক তার নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। জনৈক অটোরিকশা চালকের সন্দেহ হলে সে এদেরকে চ্যালেঞ্জ করে। তখন সঙ্গবদ্ধ চোর চক্রের কয়েকজন পালিয়ে গেলেও জনতা দুইজনকে বৈদ্যুতিক তারসহ আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৈদ্যুতিক তারসহ দুই চোরকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভবনের পাহারাদার আব্দুর রহমান থানায় মামলা করেছেন (মামলা নং-২২)।
থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান সুমন দুই চোরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এদের নিকট থেকে ব্যাপক পরিমান বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। তার চুরির মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com