বড়লেখায় ৩ লাখ টাকার চোরাই গর্জন কাঠ উদ্ধার
আব্দুর রব॥ বড়লেখার কাশেমনগর এলাকা থেকে মঙ্গলবার রাতে স্থানীয় বনবিট কর্মকর্তাদের সহযোগিতায় বিজিবি’র টহল দল প্রায় ৩ লাখ টাকার চোরাই গর্জন কাঠ উদ্ধার করেছে। রিজার্ভ ফরেস্ট থেকে চোরাকারবারীরা কাঠগুলো পাচার করছিল। পরে জব্দকৃত কাঠ মাধবছড়া বনবিটে জমা দেয়া হয়। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।
জানা গেছে, বড়লেখার বিভিন্ন রিজার্ভ ফরেস্ট থেকে চোরাকারবারীরা বিভিন্ন প্রজাতির গাছ পাচার করছিল বলে একাধিক অভিযোগ রয়েছে।
১৫ নভেম্বর মঙ্গলবার রাত সাতটায় বিজিবি’র বিওসি টিলা বিওপি’র টহল কমান্ডার ইকবাল হোসেন ও ফরেস্টের সমনবাগ বিট কর্মকর্তা রতন চন্দ্র দাসের নেতৃত্বে বিজিবি উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর গ্রামে অভিযান চালায়। এসময় রাস্তার পাশ থেকে প্রায় ৮০ ঘনফুট গর্জন কাঠ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। অভিযানের খবর পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়।
বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক (বিয়ানীবাজার) লে: কর্ণেল নেয়ামুল কবির জানান, বড়লেখার রিজার্ভ ফরেস্ট থেকে পাচারকালে উদ্ধার গর্জন কাঠগুলো মাধবছড়া বিট অফিসে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন