বড়লেখায় ৫ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ মদ ও সেগুন কাঠ উদ্ধার
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বিজিবি’র লাতু, নয়াগ্রাম ও ফুলতলা বিওপির সদস্যরা সোমবার রাত ও মঙ্গলবার সকালে পৃথক অভিযান চালিয়ে ৩২ বোতল ভারতীয় অবৈধ মদ এবং বিপুল পরিমান অবৈধ সেগুন কাঠ উদ্ধার ও কাঠবাহী একটি নৌকা আটক করেছে। ১২ এপ্রিল মঙ্গলবার বিজিবি আটক কাঠ ও মাদক বন অফিসে এবং ৩২ ব্যাটেলিয়নে জমা দিয়েছে। এ ব্যাপারে বন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
বিজিবি ও বনবিভাগ সুত্রে জানা গেছে, বড়লেখার সীমান্তবর্তী বড়াইল এলাকায় মঙ্গলবার সকালে লাতু বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল হান্নান ও ফুলতলা কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিমের নেতৃত্বে কোনারগাও এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত্ অবস্থায় ৩২ বোতল ভারতীয় অবৈধ মদ (অফিসার্স চয়েজ) উদ্ধার করেন। অপরদিকে বিজিবি’র নয়াগ্রাম বিওপির টহল কমান্ডার নায়েক রেজাউল করিমের নেতৃত্বে সোমবার রাতে পাথারিপাড়া নামক স্থানের নদী থেকে ৪০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ ভর্তি একটি নৌকা আটক করেন।
মন্তব্য করুন