বড়লেখায় ৫ লক্ষাধিক টাকার চোরাই গাছ জব্দ
আব্দুর রব॥ বড়লেখার রিজার্ভ ফরেষ্ট এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে কেটে ফেলা একটি বিশাল কড়ই গাছ ২৬ নভেম্বর শনিবার দুপুরে বিজিবি ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করেছে। পরে গাছটি জব্দ করে বন অফিসে জমা রাখা হয়। এব্যাপারে মামলা হয়েছে।
বিজিবি ও বনবিভাগ সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ বনবিটের (রিজার্ভ ফরেষ্ট) অভ্যন্তরীণ ৭নং খাসিয়া পানপুঞ্জি থেকে চোরেরা ৫ লক্ষাধিক টাকা মূল্যের একটি করই গাছ পাচারের উদ্দেশ্যে কেটে ফেলে। গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা রেঞ্জের সহকারী রেঞ্জার শেখর রঞ্জন দাস ও ৫২ বিজিবি’র বিওসি টিলা বিওপি’র টহল কমান্ডার নায়েক ইকবাল হোসেনের নেতৃত্বে শনিবার দুপুরে উক্ত পানপুঞ্জিতে যৌথ অভিযান চালিয়ে চোরাইকৃত ১১৪.২৪ ঘনফুট কড়ই গাছ উদ্ধার করেন। যার বাজারমূল্য ৫ লক্ষাধিক টাকা।
বনবিভাগের বড়লেখা অফিসের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, উদ্ধারকৃত চোরাই কড়ই গাছ জব্দ করে মাধবছড়া বনবিটে জমা রাখা হয়েছে। এব্যাপারে বনআইনে মামলা হয়েছে (নং- ইউডিওআর ২৯/মাধব-অব ২০১৬/১৭ তারিখ ২৬ নভেম্বর ২০১৬)।
মন্তব্য করুন