বড়লেখা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

August 12, 2016,

আব্দুর রব॥ বালিকা বধূ নয়” এই স্লোগানে বড়লেখা উপজেলাকে আনুষ্ঠানিভাবে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করিয়ে বাল্য বিবাহমুক্ত উপজেলার ঘোষণা দেন মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান।

১১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবদুল্লাহ আল মামুন।

পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিনের সঞ্চালনায় এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির”জ্জামান, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সোয়েব আহমদ, বড়লেখ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপাধ্যক্ষ একেএম হেলাল, মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা তালুকদার, শিক্ষক দিপক নন্দী, কাজী এনামুল হক, শিক্ষার্থী খাদিজা বিনতে আবুল হক প্রমুখ।

অনুষ্ঠান শুরু আগে মঞ্চস্থ করা হয় অভিশপ্ত বাল্যবিবাহ” নাটিকা। নাটিকাটি পরিবেশন করে নজর”ল একাডেমী বড়লেখার শিল্পিরা।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com