বড়লেখা ডিগ্রী কলেজ সরকারিকরণের দাবীতে মানববন্ধন

July 18, 2016,

স্টাফ রিপোর্টার॥ বড়লেখা উপজেলার বড়লেখা ডিগ্রী কলেজ সরকারিকরণের দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Sequence-11
প্রধানমন্ত্রীর ঘোষণার আড়াই বছর পরও বড়লেখা ডিগ্রী কলেজ সরকারিকরণ হয়নি। সম্প্রতি দেশের ১৯৯ টি বেসরকারি কলেজ সরকারিকরণের তালিকায় বড়লেখা ডিগ্রী কলেজ অন্তভুক্ত করা হয়নি।

Sequence-11_3
১৮ জুলাই সোমবার দুপুরে বড়লেখা উত্তর চৌমুহনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৬ সালে ৩ একর ৬২ শতাংশ ভুমির নিয়ে উপজেলার সর্ব প্রথম প্রতিষ্ঠিত কলেজটি ১৯৯০ সালে এমপিওভুক্ত হয়। সরকারিকরণের সব ধরনের অবকাঠামো থাকার পর ও দুই দফায় জাতীয়করনের জন্য প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন পাওয়া তালিকায় রহস্যজনক কারনে বড়লেখা ডিগ্রী কলেজটিকে বাদ দেওয়া হয়েছে। মানববন্ধনে কলেজের শিক্ষার্থী,অর্ধশত শিক্ষক,স্টাফ ও এলাকার হাজারো জনগণ অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com