বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর বিভাগীয় শ্রেষ্ট সাব-ইন্সপেক্টর নির্বাচিত
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর আলম গ্রেফতারী পরোয়ানা তামিলে দ্বিতীয়বারের মত সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ট সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন। ২০১৫ সালেও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় থাকা কালিন তিনি একই বিষয়ে বিভাগীয় শ্রেষ্ট সাব-ইন্সপেক্টর নির্বাচিত হন। ৯মে সোমবার সকালে পুলিশের ডিআইজি’র সম্মেলন কক্ষে এসআই জাহাঙ্গীর আলমকে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের অর্থ ও সম্মাননা সনদপত্র তোলে দেন ডিআইজি (সিলেট) মিজানুর রহমান পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, সিলেট জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও সুনামগঞ্জ পুলিশ সুপার হারুন-উর-রশীদ প্রমূখ। এসআই জাহাঙ্গীর আলম ১৯৯৬ সালের ১ জুন পুলিশ বিভাগে যোগদান করেন। পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্টত্ব অর্জন করায় একাধিকবার তিনি পুরস্কার অর্জন করেন।
মন্তব্য করুন