(ভিডিওসহ) বড়লেখা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু

December 28, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভায় এই প্রথমবারে মতো ২৮ ডিসেম্বর সোমবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন চলছে। মেয়র, সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর মিলে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
কনকনে শীতের কারণে ভোট গ্রহনের শুরুতে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটরদের উপস্থিতি বাড়তে থাকে।
বড়লেখা পৌরসভায় মেয়র পদে লড়ছেন ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামীলীগ প্রার্থী বর্তমান মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী (নৌকা) প্রদান করেছেন বড়লেখা পি.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে। অপর দিকে গাজী টেকা সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন) ভোট প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com