বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনীর জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনীবাসী ও ব্যবসায়ীরা কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতার কবল থেকে রক্ষার দাবীতে ২ এপ্রিল রোববার বিকেল সাড়ে পাঁচটায় উত্তর চৌমুহনী পয়েন্টে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন। ঘন্টাব্যাপি অনুষ্টিত এ মানববন্ধন কর্মসুচি প্রতিবাদ সমাবেশে পরিনত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে সামান্য বৃষ্টি হলেই শহরে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হলেও পৌর কর্তৃপক্ষ সমস্যা সমাধানে নেয়নি কোন উদ্যোগ। প্রভাবশালীরা বিভিন্ন পুরানো খাল-নালা দখল করে ভরাট, পাকা দেয়াল নির্মাণ ও যত্রতত্র বাঁধ দিয়ে রাখায় পানি নিষ্কাষনে চরম ব্যাঘাত ঘটে। দ্রুত বৃষ্টির পানি নামতে না পারায় শহরে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। এতে পৌরবাসীকে মারাত্মক দুর্ভোগ পোয়াতে হয়। অবিলম্বে বেদখল হওয়া নালা উদ্ধার, অবৈধ দেয়াল অপসারণ ও প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করার জন্য ভুক্তভোগী ব্যবসায়ী ও বাসিন্দারা পৌর মেয়রের প্রতি আহবান জানান। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুল আজিজ, ময়না মিয়া, আবুল হাসনাত শাহেদ, তাহমিদ ইশাদ রিপন, জাহিদ হাসান জয়, বাকের আহমদ, মার্জানুল ইসলাম, আমিনুল ইসলাম, মামুন আহমদ, অনিত পুরকায়স্থ, রনেন্দ্রু দাস প্রমূখ।
মন্তব্য করুন