ভিডিও সহ) বড়লেখা শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে স্কুলে বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি কার্যক্রমের উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় ঐতিহ্যবাহী রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলে বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়েছে।
২২ মে সোমবার দুপুরে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীসহ শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা এবং যুবলীগ নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
এরপর প্রধান অতিথি স্কুলের পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেন, উপজেলা পর্যায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের উপস্থিতি কার্যক্রম চালু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অনন্য উদাহরণ।
মন্তব্য করুন