বড়লেখা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস আক্তারের বাবা ইসমাইল আলীর ইন্তেকাল
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল আফিসার ডা. ফেরদৌস আক্তার ও ডা. কামরান আক্তার সবুজের বাবা পেট্টোবাংলার সাবেক ডিজিএম মো. ইসমাইল আলী (৭৯) আর নেই। বৃহস্পতিবার রাত পৌনে এগারোটায় ঢাকার মালিবাগের মধুবাগস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত নানা জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। শুক্রবার ১৬ সেপ্টেম্বর বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি মুর্শিবাদকোরা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হবে।
শোক প্রকাশ
ডা. ফেরদৌস আক্তার ও ডা. কামরান আক্তার সবুজের বাবা পেট্টোবাংলার অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক বড়লেখা উপজেলার কৃতী সন্তান বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল আলীর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, জাতীয় সংসদের হুইপ আলহাজ শাহাব উদ্দিন এমপি, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক আবদুল কাদের তাপাদার, কেন্দ্রীয় যুবদলের সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শরীফুল হক সাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন, বড়লেখা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, সাধারন সম্পাদক আব্দুর রব, সহ-সম্পাদক লিটন শরীফ, সাংবাদিক মিজানুর রহমান, কাজী রমিজ উদ্দিন, মো. রুহেল কামাল, হাসান শামীম, জালাল আহমদ, এজে লাবলু, সুলতান আহমদ খলিল প্রমূখ। সাবেক পদস্থ সরকারী কর্মকর্তা ইসমাইল আলীর মৃত্যুতে এছাড়াও শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারন সম্পাদক অ্যাড. গোপাল দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সাংবাদিক তপন কুমার দাস।
মন্তব্য করুন