বড়লেখা হাসপাতালে গর্ভপাতকালে অন্তঃসত্ত্বার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজার জহুরা আক্তারের বিরুদ্ধে গর্ভপাতকালে অন্তঃসত্ত্বার মৃত্যুর ঘটনায় ১৬ মে মঙ্গলবার আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় সিংহকে সভাপতি করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে সরেজমিনে বিষয়টির সুষ্ঠু তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, ১১ মে দুপুরে উপজেলার তালিমপুর ইউনিয়নের তিন সন্তানের জননী লিলা বেগম (৩১) ভাসুরের মেয়েসহ পেট ব্যথা নিয়ে হাসপাতালে যান। এ বিষয়ে তিনি নার্সিং সুপারভাইজার জহুরা আক্তারের সঙ্গে কথা বলেন। জহুরা আলট্রাসনোগ্রাফি রিপোর্ট দেখে জানান, গর্ভের বাচ্চা মারা গেছে। গর্ভপাত করাতে টাকা দাবী করলে সম্মত হওয়ায় লিলাকে হাসপাতালে ভর্তি না করে চিকিৎসকের পরামর্শ ছাড়াই জহুরা গর্ভপাতের কাজ শুরু করেন। এর ৫ মিনিটের মধ্যে লিলা বেগম মারা যান। এ মৃত্যুর ঘটনায় নিহতের স্বজনরা নার্সিং সুপারভাইজার জহুরা আক্তারের বিরুদ্ধে অর্থ আদায় ও দায়িত্বে অবহেলার অভিযোগ করেন।
ভারপ্রাপ্ত ইউএইচএফপিও ডা. শারমিন আক্তার গর্ভপাতকালে লিলা বেগম নামে এক অন্তঃসত্ত্বার মৃত্যুর ঘটনায় নার্সিং সুপারভাইজার জহুরা আক্তারের বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন