বড় নয়, আদর্শ সঙ্গীত শিল্পী হতে চায় ক্ষুদে হৃদি

August 31, 2021,

তোফায়েল পাপ্পু (দুবাইপ্রবাসী)  ছোট বেলা থেকেই গানের প্রতি প্রবল আগ্রহ ছিল। মা গান গাওয়ার জন্য উৎসাহ দিতেন। বাবা একজন ব্যবসায়ী। বাবা মায়ের উৎসাহ পেয়েই গানের প্রতি ভালোবাসা জন্মে। গান গেয়ে ধীরে ধীরে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ক্ষুদে শিল্পী তাসনিয়া হৃদি। ২০১৫ সালে শ্রীমঙ্গল উপজেলায় একটি প্রোগ্রামে রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে প্রথম গানের যাত্রা শুরু। তখন সে ২য় শ্রেনিতে পড়ে। ২০১৭ সালে জাতীয় পর্যায়ে ঢাকায় “বঙ্গবন্ধু শিশু কিশোর মেলায় প্রতিযোগীতায় গান গেয়ে ২য় স্থান অধিকার লাভ করে রৌপ্য মেডেল অর্জন করে বেশ প্রশংসিত হয়েছে। ২০১৮ সালে চ্যানেল আই এর ক্ষুদে গানরাজ এর প্রতিযোগীতায় ১ম রাউন্ড থেকে সেরা ২০ জনে জায়গা পেয়ে ছিলো। তখন কার সময়ে সঠিক গাইড লাইন না থাকার কারনে সে চুড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেনি। হৃদি ও তার পরিবারের আশা ছিলো ক্ষুদে গানরাজে চুড়ান্ত পর্যায়ে পৌছাঁতে পারলে সে ভালো একটা পর্যায়ে যেতে পারতো কিন্তু দুর্ভাগ্য বশত তা আর হয়নি। তবু ও থেমে থাকেনি হৃদি গানের সাথেই আছেন। এখনো স্বপ্ন দেখছেন গান গেয়ে ভাল একটা পর্যায়ে জায়গা করে নিবে।

হৃদি জানায়, আমার প্রথম গানের স্কুল “আদর্শ সঙ্গীত বিদ্যালয়” গানের গুরু মৃত্যুঞ্জয় স্যার। গান নিয়ে আমার অনেক স্বপ্ন, আমি আদর্শ একজন সঙ্গীত শিল্পী হতে চাই। গান আমার অনেক ভালোলাগে, তাই গান নিয়ে এগিয়ে যাওয়াটাই আমার আসল উদ্দেশ্য। শিল্পী হওয়ার পেছনে আমার মা,বাবা এবং ভাইয়ার অবদান আছে, সবচেয়ে বেশি অবদান আমার মায়ের। বড় হয়ে আমি একজন আদর্শ শিল্পী হতে চাই।আমার বাবা একজন ব্যবসায়ী, মা গৃহিণী। আমার পরিবারে আমি, আমার মা, আমার বড় ভাই। আমরা এক ভাই এক বোন, আমি ছোট।

হৃদির ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা কী? জানতে চাইলে সে জানায়, গান নিয়ে আমার স্বপ্ন অনেক বড়। তবে সবার আগেএকজন ভালো মানুষ হতে চাই। আমি বড় শিল্পী হতে পারবো কিনা তা জানিনা কিন্তু আমি ভালো একজন শিল্পী হয়ে মানুষের হৃদয়ে থাকতে চাই। দেশের মানুষের জন্য কিছ ুকরতে চাই। এমন কিছু গান করতে চাই, যে গানগুলো মানুষের হৃদয় ছুঁতে পারবে। সকলের কাছে আমি দোয়া চাই আমি যেন গান গেয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারি।

হৃদির মা সাজেদা বেগম বলেন, ছোট বেলা থেকে আমার মেয়ে গান পছন্দ করে। গানের প্রতিতার আগ্রহ দেখে আমি তাকে গান গাইতে উৎসাহ দেই। তাকে গানে স্কুলে ভর্তি করি। এ পর্যন্ত সে প্রায় শেতাধিক প্রোগ্রামে গান গেয়েছে। সব জায়গায় সে প্রশংসিত হয়েছে। সকলের কাছে মা হয়ে মেয়ের জন্য দোয়া চাই হৃদি যেনভাল ও আদর্শ একজন বড় সঙ্গীত শিল্পী হতে পারে সেজন্য সকলে দোয়া করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com