ভারতীয় দূতাবাসের আয়োজনে কমলগঞ্জে চা শ্রমিক সন্তান শিক্ষার্থীদের অংশ গ্রহনে ইয়োগা বিষয়ক সেমিনার

April 22, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে চা শ্রমিক সন্তান শিক্ষার্থীদের অংশ গ্রহনে দিনব্যাপী উয়োগা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
২১ এপ্রিল শুক্রবার বাংলাদেশ ইয়োগা ফাউন্ডেশনের সহযোগিতায় শমশেরনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এ সেমিনার শুরু হয়।
“সামঞ্জস্য ও শান্তির জন্য যোগ” এই শ্লোগান নিয়ে চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাসের সঞ্চালনায় বাংলাদেশ উয়োগা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ হারুনের সভাপতিত্বে প্রথম পর্বে ইয়োগা কি ও এর প্রয়োজনীয়তা কেন এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে অংশ গ্রহন করেন চা শ্রমিক সন্তান মৌলভীবাজার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই)-এর প্রশিক্ষক অপূর্ব নারায়ন, জুড়ি উপজেলার পূর্ব জুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য চা শ্রমিক সন্তান সজল কান্তি বাউরী ও সাংবাদিক মুজিবুর রহমান।
আলোচনা পর্ব শেষে বেলা ১২টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন চা বাগান থেকে আগত চা শ্রমিক সন্তান ৮০জন শিক্ষার্থী (ছেলে-মেয়ে)-র অংশ গ্রহনে ইয়োগা প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ উয়োগা ফাউন্ডেশনের সভাপতি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ হারুন। ্
প্রশিক্ষক মুহাম্মদ হারুন বলেন, ঢাকাস্থ ভারতীয় দূতাবাসরে আয়োজনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এ প্রশিক্ষণ দেওয়া হয়। ইয়োগা এখন জাতি সংঘ স্বীকৃত। আগামী ২১ জুন তৃতীয় বিশ্ব ইযোগা দিবসের প্রাক্কালে প্রশিক্ষণের অংশ হিসাবে সর্ব প্রথম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে চা শ্রমিক সন্তান শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com