ভারতের সাংবাদিকদের সাথে মৌলভীবাজার প্রেসক্লাবের মতবিনিময় (ভিডিও সহ)
এস এম উমেদ আলী॥ দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩ দিন ব্যাপি বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলনে ভারত থেকে আগত সাংবাদিকদের সাথে ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দু-দেশের সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাধাপদ দেব সজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় ভারতীয় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, মুহিত পাল, সভাপতি, জেলা প্রেসক্লাব ঊনকোটি জেলা ও সাম্পাদক, দৈনিক উত্তর ত্রিপুরা, জামাল উদ্দিন সভাপতি, কৈলাশহর প্রেসক্লাব ও রিপোর্টার, চ্যানেল হেড লাইন, বিশ^জিৎ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কৈলাশহর প্রেসক্লাব ও রিপোর্টার দৈনিক দেশের কথা, অরিন্দন দে রিপোর্টার, দৈনিক বর্তমান।
মৌলভীবাজারের সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার আবদুল হামিদ মাহবুব, রজত কান্তি গোস্বামী, দি ঢাকা ট্রিবিউন, বকসী ইকবাল আহমদ, সম্পাদক দৈনিক বাংলার দিন, সরওয়ার আহমদ, আজকের পত্রিকা, আকমল হোসেন নিপু, দৈনিক প্রথম আলো, ডাঃ ছাদিক আহমদ, বাসস, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দৈঃ জনকন্ঠ/বাংলা ভিশন, শাহ অলিদুর রহমান, সময় টিভি, অশোক কুমার দাশ, ডেইলী অবজারভার, আনোয়ারুল ইসলাম জাভেদ, দৈনিক অর্থনীতি প্রতিদিন, স,ই,সরকার জবলু, দৈনিক খবরপত্র, সালেহ এলাহী কুটি, দেশ টিভি/ভোরের কাগজ, হাসানাত কামাল, বিটিভি/ নিউ এজ, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বৈশাখী টিভি/মৌমাছি কন্ঠ, পার্থ সারথী পাল, দৈনিক ডেসটিনি, বকসী মিছবাহ্ উর রহমান, দীপ্ত টিভি/দৈনিক সিলেট সংলাপ, মোঃ মাহবুবুর রহমান রাহেল, দৈনিক আমার সংবাদ, পান্না দত্ত, ডিবিসি নিউজ/ভোরের কাগজ, আফরোজ আহমদ, যমুনা টিভি, মাসুদ আহমদ, মানব জমিন (জেলা প্রতিনিধি), এম এ আজিজ, সিলেটের ডাক, মু. ইমাদ উদ-দীন, মানব জমিন (স্টাফ রিপোর্টার), হোসাইন আহমদ, দৈনিক যুগান্তর, এ এস কাকন, দৈনিক ভোরের পাতা, সৈয়দ বয়তুল আলী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন/নিউজ টুয়েন্টি ফোর প্রমুখ।
এ সময় ভারতীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রলয়েন্দু চৌধুরী, রিপোর্টার দৈনিক আজকাল, আব্দুল মুনিম, রিপোর্টার দৈনিক উত্তর ত্রিপুরা, সুকান্ত চক্রবর্তী, রিপোর্টার, দৈনিক প্রতিবাদী কলম, আজির মিয়া, রিপোর্টার দৈনিক জাগরন, দেবাশীষ দত্ত, রিপোর্টার ত্রিপুরা টিভি, জনারর্দ্দন দেব, রিপোর্টার, দৈনিক উত্তর ত্রিপুরা ও কবি ও সাহিত্যিক বিশ্বরুপ গোস্বামী।
মতবিনিময় সভায় উভয় দেশের সাংবাদকদের আলোচনায় উঠে আসে সীমান্ত হাট চালু, ভারতীয় অংশে মাদকের কারখানা বন্ধ করা, সীমান্তে মানুষ হত্য বন্ধ, দুই দেশের সীমান্তে পোর্ট ভিসা চালু, ভারতীয় ভিসা ব্যবস্থা আরো সহজত্বর করা সহ আরো বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়।
শেষে মৌলভীবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে বাংলাদেশে আগত সাংবাদিকদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন