ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে মৌলভীবাজারে ইসলামী আন্দোলনের পথসভা
স্টাফ রিপোর্টার॥ ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও প্রশাসনের বাঁধায় পথসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা। প্রশাসনের বাঁধায় বিক্ষোভ মিছিল না হলেও সংগঠনের ব্যানারে শুক্রবার ৫ জুলাই বাদ জুম্মা মৌলভীবাজার শহরের কুসুমভাগ পয়েন্টে এস আর প্লাজার সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
প্রশাসনের বাঁধায় বিক্ষোভ মিছিল করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদী পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস,সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়াউর রহমান নকিব, সদর উপজেলার সাধারণ সম্পাদক ইসহাক আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন ভারতের তাঁবেদার বর্তমান এই সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে খুশি করতে বিনা ভোটে মসনদকে আরও দীর্ঘস্থায়ী করতে তারা ভারতের সাথে রেলযোগাযোগ চুক্তিসহ একের পর এক দেশ বিরোধী,দেশের স্বার্থ পরিপন্থী নানা চুক্তি করে যাচ্ছে। দেশের মানুষ এসকল দেশ বিরোধী তাঁবেদারী চুক্তি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। ভারত নানা কৌশলে নিজের স্বার্থ ঠিক হাসিল করে নিলেও দীর্ঘ দিন থেকে আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় ও চুক্তি তাদের কাছে বার বার উপেক্ষিত হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মধ্য ও নিন্ম আয়ের মানুষ আজ অর্ধহারে অনাহরে চরম কষ্ঠে জীবন যাপন করছেন। এই বিষয় নিয়ে সরকারে কোনো ভ্রুক্ষেপই নেই। বিনা ভোটের সরকারে মন্ত্রী এমপিরা নানা উন্নয়ন ফিরিস্তির বর্ণনা দিতে রাত দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন। অথচ উন্নয়নের নামে দেশ থেকে হাজার হাজার কুটি টাকা পাচার হয়ে দেশ দেউলিয়াত্বে দিকে ধাবিত হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন এসকল দেশ ও দেশের জনগণের স্বার্থ বিরোধী চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। এসকল দূর্নীতিবাজদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক বিচার করতে হবে। অন্যথায় দেশের জনগণকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে আন্দোলনের মাধ্যমে এই ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।
মন্তব্য করুন