ভারি বর্ষণ আর পাহাড়ি ঢল বড়লেখা ও জুড়ীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত

April 22, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা ও জুড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকা ২১ এপ্রিল শুক্রবার ও শনিবারের ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। জুড়ী-ফুলতলা সড়কের কলারতলী, হাফিজিয়া ও দক্ষিণ বড়ডহর এলাকায় রাস্তা নিমজ্জিত হওয়ায় এ সড়কে যাত্রিবাহী বাস, অটোরিকশা (সিএনজি) চলাচলে বিঘিœত হচ্ছে। মারাত্মক দুর্ভোগে পড়েছেন জুড়ীর দুই ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা।
সরেজমিনে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা, রাঙ্গিনগর, পাটনা, দশঘরিসহ বিভিন্ন এলাকা বন্যার পানিতে নিমজ্জিত থাকতে দেখা গেছে। গত ২-৩ দিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বাড়ছে নদী নালার পানি। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। জুড়ী উপজেলার ফুলতলা সড়কের সাগরনাল বাজার এলাকার দক্ষিণ বড়ডহর ও হাফিজিয়া নামক স্থানে পাকা রাস্তার উপর ৩-৪ ফুট পানি অতিবাহিত হওয়ায় যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটোরিক্সা, মোটরসাইকেল চলাচলে বিঘœ ঘটছে। যার ফলে জনসাধারনের দূর্ভোগ চরম আকার ধারন করেছে।
ভুক্তভোগী এলঅকাবাসী জানান, এটি তাদের দীর্ঘদিনে সমস্যা। কিন্তু এ ব্যাপারে জনপ্রতিনিধি ও প্রশাসনের কেউ কোন উদ্যোগ নেননি। ফলে প্রতি বছরই তারা চরম দুর্ভোগ পোহান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com