ভাষা দিবসের আলোচনা দারুল আজহার ইনস্টিটিউটের:
একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিরক্ষরমুক্ত মানবিক সমাজ বিনিমার্ণের আহবান
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের উদ্যোগে মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সকাল ১১ টায়, শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগস্থ ডিএআই ক্যাম্পাসে চেতনায় মাতৃভাষা দিবস’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দারুল আজহার ইনস্টিটিউটের প্রিন্সিপাল সোহাইল আহমদ।
প্রধান অতিথির বক্তৃতায় সোহাইল আহমদ বলেন-পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম নজির কেবল বাঙালিরাই সৃষ্টি করেছে। বায়ান্নর একুশ ফেব্রুয়ারি রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা। আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্যদিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। মাতৃভাষার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে বাঙালি জাতি যে ইতিহাস রচনা করেছিল, শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্ব তাকে বরণ করেছে সুগভীর শ্রদ্ধায়।
২১শে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। কাজেই সকল ভেদাভেদ ভুলে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি ও নিরক্ষরমুক্ত মানবিক সমাজ বিনিমার্ণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নিতে হবে।
দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের ভাইস প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিতে ও শিক্ষক আরিফুল ইসলামের পরিচালনায় ভাষার আলোচনায় অংশগ্রহণ করেন আজহার ইনস্টিটিউটের শিক্ষক মাহবুবুল আলম , আবদুস সুবহান, আশিক আবেদিন চৌধুরী, আতিকুর রহমান, মহসিন আবেদিন, মিসবাহ উদ্দিন, শিক্ষিকা ইয়াসমিন আখতার বৃষ্টি, সালমা বেগম, আনোয়ারা বেগম। প্রেস বিজ্ঞপ্তি॥
মন্তব্য করুন