ভাষা দিবসে ভাষা সৈনিক মাসউদ খানের সংবর্ধনা বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে সকলকে কাজ করতে হবে—————অধ্যক্ষ মাসউদ খান
জাবেদুল ইসলাম চৌধুরী॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবসে ভাষা সৈনিক অধ্যক্ষ মোহাম্মদ মাসউদ খানকে সংবর্ধনা প্রদান করেছে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা। গতকাল সন্ধায় নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক সংবর্ধনা ও আলোচনা সভায় সিলেটের এই কির্তিমান ভাষা সৈনিককে সংবর্ধনা প্রদান করা হয়। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম আবদুল¬াহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন,দলের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ। বিশেষ অতিথির আলোচনা রাখেন, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন প্রিন্সিপাল লে.কর্ণেল (অব.) এম. আতাউর রহমান পীর ও ফেন্চুগজ্ঞ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ।
সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেন,’শুধু ভাষা সংগ্রামীদের সম্মান দিলেই দায় শেষ হয়ে যায়না। রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে সকলকে কাজ করতে হবে। ‘তিনি বলেন,’শুধু দিবস আসলেই মাতৃভাষার জন্য মায়াকান্না দেখালে চলবেনা। এ ভাষার উৎকর্ষ সাধনে আমাদেরকে সদা তৎপর থাকতে হবে। বায়ান্নর ভাষা শহীদদের আতœা তখনই শান্তনা পাবে;যখন এ ভাষা বিশ্ব সভায় মর্যাদার আসনে সমাসীন হবে।’
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ বলেন,’ভাষা দিবসে একজন ভাষা সৈনিককে সংবর্ধিত ও সম্মানিত করে খেলাফত মজলিস প্রশংসনীয় কাজ করেছে। ভাষা সংগ্রামী অধ্যক্ষ মাসউদ খান আজীবন সংগ্রামী এক পুরুষ। ন্যায়-ইনসাফের সমাজ বিনির্মাণ যার সারা জীবনের স্বপ্ন। তিনি ইনসাফকামী মানুষের চেতনার বাতিঘর হয়ে থাকবেন চিরকাল। তাঁর পথ ধরে তরুণ সমাজকে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হতে হবে। ‘তিনি বলেন,’পৃথিবীর সকল ভাষাই আল¬াহর সৃষ্ট নেয়ামত। বাংলা ভাষা তার অন্যতম। এ ভাষায় ইসলামের চর্চা ব্যাপকতর করতে ডিজিটাল যোগের তরুণ আলেমদেরকে এগিয়ে আসতে হবে। অনলাইন-অফলাইন সকল মাধ্যমে বাংলা ভাষার নেতৃত্বের বাগডোর মজলিস কর্মীদের হাতেই তুলে নিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীর বলেন,’ভাষা সংগ্রামের শুরুতেই এর ঢেউ সিলেটেও লাগে।তখন যেসব ছাত্র নেতা এর অগ্রভাগে ছিলেন;অধ্যক্ষ মাসউদ খান তাদের অন্যতম।মাসউদ খান স্যারকে আমাদের আইডল হিসেবে ফলো করি সেই ছাত্র জামানা থেকেই।আপাদমস্তক একজন সুশীল ব্যক্তির প্রতিচ্ছবি হলেন তিনি।তাকে সংবর্ধিত করে তাঁর ঋণ পরিশোধ করল খেলাফত মজলিস।ভাষা দিবসে মহান এ ভাষা সৈনিককে অজস্র শ্রদ্ধানিবেদন করি।’
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেন,’ভাষা দিবস আসলেই আমরা মাতৃ ভাষা নিয়ে সরব হই।অথচ রক্তের দামে কেনা মাতৃ ভাষা আজো যথাযথ মর্যাদা পায়নি। আমাদের অফিস-আদালত থেকে নিয়ে সর্বত্র আজো বাংলা ভাষা উপেক্ষিত।এ ভাষাকে সমৃদ্ধ করা,আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলা ভাষাকে উচ্চকিত করার প্রচেষ্টা এখনো মৃয়মান।আজ সময় এসেছে,এ ভাষায় বিশ্বমানের সাহিত্য রচনার।বাংলা ভাষার সমৃদ্ধি সাধনে সকল লেখক-সাহিত্যিক ও ভাষাবিদকে মনোনিবেশ করতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি শাহ্ আশিকুর রহমান,মাওলানা রওনক আহমদ,জেলা শাখার সহ সভাপতি মাওলানা শামসুদ্দিন ইলিয়াস,জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ শহর শাখার সহ সভাপতি ইলিয়াসুর রহমান,সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম,সিলেট মহানগর সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান,সহ সাধারণ সম্পাদক সাইফুর রহমান খোকন,সিলেট মহানগর বিএনপির উপ দফতর সম্পাদক দিদার লস্কর।
সংবর্ধিত অতিথি অধ্যক্ষ মাসউদ খানকে ফুলেল শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধাসহ সিলেট মহানগর খেলাফত মজলিসের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। তাছাড়া বিভিন্ন আর্থ সামাজিক ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। খেলাফত মজলিস কোতয়ালি পূর্ব থানার পক্ষে থানা সাধারণ সম্পাদক তৌহিদ আহমেদ চৌধুরী,থানার প্রকাশনা সম্পাদক মাওলানা শিব্বির আহমেদ তালুকদার,কোতয়ালি পশ্চিম থানা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম,সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম,শাহপরাণ পূর্ব থানা সভাপতি তৌফিকুল ইসলাম সাবির,থানা সহ সভাপতি মাওলানা মাসুমুর রহমান,শাহপরাণ পশ্চিম থানা সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মাসুম,থানা বাইতুলমাল সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হামিদ,দক্ষিণ সুরমা থানার পক্ষে সভাপতি মাওলানা আজমত উল¬াহ ক্বাসেমী,অফিস ও প্রচার সম্পাদক কাওছার আহমদ,জালালাবাদ থানা সভাপতি হাফিজ মাওলানা রুহুল আমীন,থানার সাবেক সভাপতি মাওলানা মাশুক আহমদ,বিমানবন্দর থানার পক্ষে থানার অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ সালাহউদ্দিন,থানা সদস্য মাওলানা খালেদ সাইফুল¬াহ,শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক খান কামরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ,ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর পক্ষে শাখা সভাপতি আফজাল হোসাইন কামিল,সেক্রেটারি ফখরুল ইসলাম, রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান খান শামসু,অফিস সম্পাদক আল আমীন নাইম,তমদ্দুন মজলিসের পক্ষে অফিস সম্পাদক ডাক্তার ফয়জুল হক,প্রচার সম্পাদক কয়েছ উজ্জামান চৌধুরী,ফ্রেন্ডস প্রপার্টি ডেভেলপার্সের ভাইস চেয়ারম্যান মাসুদ আহমদ,কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা শিব্বির আহমদ,ট্রাস্ট বিজনেস সোসাইটির চেয়ারম্যান হাফিজ মাওলানা ছানাওর হোসাইন,কার্যকরী সদস্য মাওলানা মাহবুব সাইফী,ফরওয়ার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম,এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মাসুম,স্বপ্নঘুড়ি আসরের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান,সাংগঠনিক সম্পাদক ইনতিসার মুবতাসিম খান ইশমাম,নূরুল কুরআন আদর্শ মক্তবের প্রধান শিক্ষক মাওলানা শামসুজ্জামান সাজু প্রমুখ।
মনোজ্ঞ এ সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আবদুল হামিদ এবং ইসলামী ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন স্বপ্নঘুড়ি আসর সদস্য হোসাইন আল আমীন।
মন্তব্য করুন